Skip to content
Menu
Pensive Stories | Mental Health Blog Site
  • Home
  • Categories
    • Anxiety
    • Depression
    • Stress
    • Panic
    • Disorder
  • Podcast
  • TITLTE THREE
  • Submission
  • About Us
    • Contact
    • Team
Pensive Stories | Mental Health Blog Site

ডিপ্রেশন ও গিল্ট!

Posted on August 30, 2020August 30, 2020

স্মৃতি আর অন্জনের ছোট্ট সাজানো সংসার। মহামারী পরিস্থিতিতে অন্জনের চাকরি চলে যায়। সারাদিন পর বাড়ী ফিরে স্ত্রী স্মৃতির কাছে অন্জন চাকরি চলে যাবার কথাটি লুকিয়ে ফ্যালে। সকাল বেলা ঘুম চোখে উঠে অন্জন নাস্তা তৈরী করছে। স্মৃতি জেগে যায়, পায়ে পায়ে অন্জনের কাছে এসে অফিসে যাবার জন্যে তাড়া দিতে থাকে, এক পর্যায়ে অন্জন বলে দেয় ওর চাকরিটা আর নেই। অন্জন প্রচন্ড বিষন্ন আর হতাশাগ্রস্ত হয়ে পরে। এদিকে বাড়িওয়ালা বাড়ি ভাড়ার টাকা চাইতে এসেছিল বলে স্মৃতি অন্জন কে জানায়। অন্জন স্মৃতি কে টাকা দিয়ে দেবে বলে মিথ্যে সান্ত্বনা দেয়।

ওরা দুজনেই কোন পথ খুঁজে পায় না কি করবে!! স্মৃতি একদিন অনেক আবদার অনুরোধ করে অন্জন কে অনলাইন ব্যাবসা টি আবার শুরু করতে চায়, তাই কিছু টাকার প্রয়োজন। অন্জন জানায় চেষ্টা করে দেখবে। রাত গভীর হয় স্মৃতি সারাদিনের ক্লান্তি আর হতাশা নিয়ে ঘুমিয়ে পড়ে।অন্জন মাটিতেই বসে ঝিমুচ্ছে হঠাৎ দরজায় ঠকঠক শব্দ! অন্জন ভয়ে কুঁকড়ে যায়, জড়সড় হয়ে স্মৃতির পাশে নিজেকে গুটিয়ে নিয়ে  শুয়ে পড়ে। পরদিন খুব সকালে স্মৃতি কে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। হঠাৎ ফোনের শব্দে স্মৃতির ঘুম ভেঙে যায়। অন্জনের অফিসের ফোন, ওকে খুঁজছে টাকা লোন করেছে অন্জন সময় মতো ফেরৎ না দিলে বাড়িতে পুলিশ যাবে। স্মৃতি সারা বাড়ি অন্জন কে খোঁজে, নাহ্ কোথাও নেই, হঠাৎ স্মৃতি ফোনে মেসেজ দেখতে পায়….

একহাজার টাকা ক্যানসার ফান্ডে অন্জন দান করেছে। এই টাকা টা শেষ সম্বল ছিলো তার কাছে। সারাদিন পর বাড়ি ফেরে অন্জন। স্মৃতি শাড়ী পরেছে হালকা সেজেছে, আজ ওদের বিয়ে বার্ষিকী। স্মৃতি জানতে চায় কোথায় ছিল সারাদিন! অন্জন বাঁকা উত্তর দেয়, স্মৃতি অবাক হয়ে জানতে চায়, কি   কি লুকাচ্ছে অন্জন ওর কাছে?

অন্জন চিৎকার করে বলে: আমি ডিপ্রেসড, আমার চাকরি নেই, তোমার টাকার জন্যে অনলাইন বিজনেস করতে হবে! আমি লুজার, সবটাই ভুল। স্মৃতি কান্না লুকাতে পারে না কাঁদতে কাঁদতে বলে, আজকে আমাদের ম্যারেজ ডে, অন্জন!! অন্জন জানায়, ও এই দিন টা ভুলে যায়নি……..। এন্ড্রু আর অন্জন জমজ ভাই। ক্যানসারে আক্রান্ত এন্ড্রু মারা যায় টাকার অভাবে।

একই বাড়িতে একটি রুমে অসুস্থ এন্ড্রু থাকতো। কোন একসময় এন্ড্রুর পাওয়া ভালো একটি চাকরি ছোট ভাই অন্জন কে ছেড়ে দেয়। পরবর্তীতে অনেক টাকা আর অহমিকায় ভাইয়ের দিকে তাকানোর সময় টুকু অনুভব করতো না ছোট ভাই অন্জন। পরবর্তী তে সব হারিয়ে অনুশোচনা আর হতাশায় নিমজ্জিত অন্জন হারিয়ে যাওয়া ভাই এন্ড্রুর ঘরে যেয়ে  কাঁদত আর একা একা কথা বলত। অনুশোচনা আর হতাশায় বিষন্ন অন্জন একদিন হঠাৎ করেই নিখোঁজ হোয়ে গেল। বাড়িতে ফোন আসে, স্মৃতি ফোন রিসিভ করে ওপাশ থেকে অন্জন কে চায়, এপাশ থেকে উত্তর দেয় স্মৃতি, অন্জন দুদিন ধরে নিখোঁজ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে ফোন রেখে দেয়, ফোন বেজেই চলছে কেউ তুলছে না!

তবে অন্জনের বউ স্মৃতি কোথায়?

যুবতী মেয়ে সম্ভ্রম হারানের ভয়ে  নিজেকে শেষ করলো না কি বাড়িওয়ালার নজর বন্দী হোলো? তবে ফোনে কে ছিলো?

নাকি স্মৃতি নামের খুব সাধারন একটি মেয়ের স্বপ্নমাখা নির্ঘুম অন্ধকারের ছায়া???

Written By: Abida Rahman

Abida Rahman is a songwriter of Bangladesh Television and Bangladesh Betar. She is passionate about Photography, drawing and reading books. In her spare time, she finds peace in enjoying nature.

Spread the love

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Popular

  • ডিপ্রেশন? 334 views
  • ব্যর্থতা- ০২; বলতে হয় না… 317 views
  • ব্যর্থতা- ০১; ভোগ ও সরল মাতৃত্ব 288 views
  • ব্যর্থতা- ০৩; অবুঝ 275 views
  • What is Pensive Stories?- Note from the Editor 269 views

Categories

  • Anxiety (5)
  • Artwork Friday (6)
  • Depression (19)
  • Editorial (3)
  • Insecurity (8)
  • Loneliness (11)
  • Mental Disorders (6)
  • Pioneer Tuesday (7)
  • Podcast (3)
  • Positive Stories (10)
  • Stress (6)
  • Suicide (6)

Contact Us

Twitter LinkedIn Facebook Pinterest
©2021 Pensive Stories | Mental Health Blog Site | WordPress Theme by Superbthemes.com