আমি মা!! আয় বাছা, বুকে আয়! জননী বৃক্ষ তার ডালপালা, শাখাপ্রশাখা দুলিয়ে নীড় খাঁজ পাখী কে বুকে টেনে নেয়,পাখী পরম মমতা পেয়ে বৃক্ষ মাতার কোলে বাসা বাঁধে তার বাচ্চাদের ওম দেবার আনন্দ আশায়,বুকের মাঝে তুলতুলে উত্বাপ দেয়,আহ!! ধীরে ধীরে ছানারা বড়ো হয়, মা পাখি ভাবে কোথা উড়ে যায় ছানারা আমার? কোন ঠিকানায়!!…… ওদিকে বৃক্ষমাতা ভাবে, আমার কোলে ফুল ফুটলো! ফল এলো! পক্ষী আমার সেই ফল খেলো! তার ই মুখের ফ্যালা বীজ দিয়ে আমার মতই আর এক বৃক্ষের জন্ম হলো!!আহা জীবন!!আয় বাছা বুকে আয়! দ্যাখ্ কতো হাওয়া বইছে, জড়িয়ে থাক্ আমায়, আমি তো এখন একা! দাঁড়িয়ে দিন গুনি, হাওয়াতে মাথা দোলাই, ফের বছর আবার রঙিন হবো, ফুল ফোঁটাবো,ফল দেবো তোদের। আবার জন্ম নেবো……..।
মা….
কি নাম তোমার? আমায় বলছো?! আমি আদুরী। তোমার বাড়ী কোথায়? জানি না তো! সেই কবে যে জন্মে ছিলাম, মনে নেই। দিন,ক্ষন, বছর তাও জানি না।বড় হোলাম, তবে অত টা নয়,বাল্যকালের বিয়ে তো! একটা ঘর এসেছিলো, বর ও এলো, চলে গেলাম তার হাত ধরে….বছর বছর বাচ্চা কোলে নিলাম একটা থাকে, তো আরেক টা আমায় ছেড়ে জন্মের মত চলে যায়, মায়ের গায়ের গন্ধ কি তারা জানেই না! অনেক কাল পেরিয়ে গ্যাছে,ঘুম পাড়ানী গান,দুধ খাওয়ানোর ঝিনুক বাটি সব হারিয়ে গ্যাছে গো!! রাতদিন তাদের খুঁজছি কোথায় গ্যালো বলো তো ??…তোমার বাচ্চারা কোথায়!??? ওহঃ তাই জানতে চাইছো!!(ঘোলা চোখে আদুরী তাকায় তারপর বলে) এই গাছের তলায়, এই খানেই আমার বাস। তারা কোথায় জানি না তো! আমার কি সময় আছে? গাছের তলায় ফুল কুড়াই, মালা গাঁথি, পাখী দের খেতে দেই,আমি যা দুটো খাই তাই। আর আমার কাছে যারা আছে, তাদের সাথে গপ্পো করি।ঘুম পাড়ানী গান গাই, (মরচে ধরা ট্রাংক বের করে আদুরী। কবেকার ভাঙা তালা ঝুলে আছে, একটা ছবি বের করলো আধ ছেঁড়া লালচে রঙ) এই যে, পৌষ মাসে মেলায় গিয়ে তুলেছিলাম। আহা!! আহা!! আয়রে বাছা আয়,বুকে(চোখ বোজে আদুরী) আয় আয় চান্দা মামা…..কালো গাইয়ের দুধ দেবো….. যাদুর কপালে চাঁদ টিপ দিয়ে যা….

Abida Rahman is a songwriter of Bangladesh Television and Bangladesh Betar. She is passionate about Photography, drawing and reading books. In her spare time, she finds peace in enjoying nature.